ছোরাসহ থানায় ঢুকে পুলিশের উপর হামলা করলো ব্রাহ্মণবাড়িয়ার যুবক

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ছোরা হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশের উপর হামলা করেছে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। পরে মোবাশ্বের (৩০) নামের ওই যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি শহরের উত্তর মৌড়াইল মহল্লায়।
জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের উত্তর মৌড়াইল মহল্লার মোবাশ্বের নামের ওই যুবক ছোড়া হাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা কম্পাউণ্ডে ঢুকে পুলিশের উপর ঝাপিয়ে পড়ে। প্রথমে থানা কম্পাউণ্ডের ভেতর ঘটনাটি ঘটলেও পরে ওই যুবক ছুরি হাতে নিয়ে প্রায় ৭/৮ জন পুলিশ সদস্যকে দৌঁড়িয়ে রাস্তায় নিয়ে যায়। রাস্তার উপর প্রায় ২/৩ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান এবং সাধন নামে এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ওই যুবককে আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অভিযুক্তের বাড়ি শহরের উত্তর মৌড়াইলে। তবে সে আটকের পর একেক সময় একেক রকম কথা বলছে। তদন্তে পর বিস্তারিত জানা যাবে।
আরো পড়ুন