হাটহাজারী মাদরাসার নতুন মুহতামিম হলেন যে তিন জন

আমোদ ডেস্ক।।

inside post

দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার নতুন মুহতামিম নিযুক্ত করেছে মজলিসে শূরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মাদরাসার শুরা সদস্য মাওলানা নোমান ফয়জির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুহতামিম, মঈনে মুহতামিম ও  সহকারী নিযুক্ত করেন। তবে কৌশলগত কারণে তিনজনকে নিয়ে সমান সুযোগ সুবিধায় ও সমান মান রেখে তিন সদস্যের তথ্য প্রকাশ করে বলা হয়েছে তিন সদস্যের মুহতামিম নির্বাচিত করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট গ্রুপটি মাদরাসার সকল কাজ সম্মিলিতভাবে আঞ্জাম দিবেন। সকলের সমান অধিকার থাকবে। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

তিন সদস্যের মুহতামিম পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মুফতি মাওলানা আবদুস সালাম চাটগামী, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহইয়া।

 

 

এছাড়াও শুরা বৈঠকে হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী জামিয়ার শিক্ষা পরিচালক এবং প্রধান শায়খুল হাদীস হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুরা বৈঠকে উপস্থিত ছিলেন, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা ওমর ফারুক, মাওলানা শোহাইব নোমানী ও মাওলানা নুর মোহাম্মদ।

আরো পড়ুন