‘বিষ্ণুপদ সিনহা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী’
অফিস রিপোর্টার।।
নগরীর প্রিয় মুখ,মিশুক মানুষ প্রবীণ নাট্যশিল্পী প্রয়াত বিষ্ণুপদ সিনহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যাত্রিক নাট্যগোষ্ঠীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রবীণ নাট্য শিল্পী বিষ্ণুপদ সিনহা একজন দক্ষ অভিনয় শিল্পী ছিলেন। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। আমরা গুণী মানুষকে সময়মত মূল্যায়ন করিনা, এটা আমাদের সংস্কৃতির জন্য দুর্ভাগ্য। আমাদের মাঝ থেকে তারা হারিয়ে গেলে তখন আফসোস করি।
এতে সভাপতিত্ব করেন যাত্রিক নাট্যগোষ্ঠির সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। বক্তব্য রাখেন, প্রবীণ নাট্যশিল্পী হাসিম আপ্পু, গিয়াস উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ ড. আলী হোসেন চৌধুরী, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, নাট্যকার শাহাজাহান চৌধুরী, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু,বীরমুক্তিযোদ্ধা পাপড়ি বসু,অধ্যাপক সমীর মজুমদার, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রণব কুমার সাহা ও ডাঃ অমিত সিনহা প্রমুখ। স্মরণ সভার শুরুতে যাত্রিক নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিষ্ণুপদ সিনহার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।