কুমিল্লার মেয়ে সুহানা আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত 

 

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশুদের সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা – কিডস্ রাইট ফাউন্ডেশন প্রতিবছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে পুরস্কারের জন্য মনোনীত করে থাকে।
২০২৪ সালে কুমিল্লার মেয়ে সুহানা রহমান শিশুদের অনাকাঙ্ক্ষিত আত্মহনন রোধ ও সমাজের স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার জন্য খেলাধুলা, পারস্পরিক যোগাযোগ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,  মতবিনিময় ও সামাজিক যোগাযোগ এর মাধ্যমে শিশুদের মানসিক শক্তিকে বৃদ্ধির চেষ্টারত আছেন।  তার প্রতিফল হিসেবে সে এ পুরস্কারে জন্য বাংলাদেশের একমাত্র মেয়ে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ,ঢাকা এর দশম শ্রেণির ছাত্রী। -প্রেস বিজ্ঞপ্তি।