‘দেশ নিয়ে ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা রুখে দেবে’

 

প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, দেশের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র জনতা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা দ্বিতীয়বার এ দেশকে স্বাধীন করেছি। আমরা এখনো পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং ধর্ম বর্ণ, সাদা কালো, ধনী গরীব সকল পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে সীরাতুন্নবী (স:)মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বুধবার ৩০শে অক্টোবর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকালে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজান, উত্তর জেলা আমীর আবদুল মতিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন,বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ,সৌদী প্রবাসী মাওলানা মাওলানা আজাদ সোবহানী।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা,আদর্শ সদর পশ্চিম সাংগঠনিক থানা আমীর দেলোয়ার হোসেন সবুজ,কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহাদাত হোসাইন।