তিতাসে চুরির ঘটনা বাড়ছে

উপজেলা রিপোর্টার,তিতাস ।।
কুমিল্লার তিতাসে চুরির ঘটনা বাড়ছে। সোমবার গভীর রাতে উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন কাপাসকান্দি গ্রামের দিদার মেম্বাররের বড় ভাই প্রবাসী চুনু মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। এক মাস যাবৎ একই গ্রামের মোস্তাক বেপারি ,ফরহাদ,রুহুল আমিন,শিরু মিয়ার ,আল আমিনের বাড়িতে বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক জানান, এ গ্রামে প্রায় ১মাস যাবৎ চুরি হচ্ছে কিন্তু এ ব্যাপারে কারো কোন মাথা ব্যথা নেই। একদল চুরি করে আরেক দল চোরদের পাহারা দেয়। তাই প্রতিবাদ করার কেউ নাই।
প্রবাসী চুনুর স্ত্রী বলেন, সোমবার রাত ১টার দিকে আমার পুত্রবধূ চোর চোর বলে চিৎকার করলে আমি ঘুম থেকে জেগে দেখি চোরের সাথে হাতাহাতি করছে। তারপর আমি কাছে যেতেই আমার পুত্রবধূর গলার চেইন ছিঁড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় চোরের দল। এতে চোরের নখের আছড়ে তার হাত কেটে যায়। তারপর দেখি ঘরের দরজা খোলা সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর ঘরের দুই কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে আলমিরায় রাখা ১লাখ ৬০ হাজার নগদ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার নেই। বাইর থেকে ঘরের দরজার খিরকির পাশে টিন কেটে ঘরে ঢুকে চোরের দল।

inside post

তিতাস থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদ জানান, চুরির বিষয়ে কিছুই জানিনা। এই বিষয়ে থানায় এখনো কেউ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করব।

আরো পড়ুন