ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি
প্রতিনিধি।।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্র বিরোধী কর্মকা- এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
মিছিলটি কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাছান আহমেদের নেতৃত্বে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর টমছমব্রিজ মোড় থেকে শুরু হয়ে সালাউদ্দিন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন, জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সহযোগীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ছাত্রলীগের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়াও অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারি করে বলেন, আওয়ামী দোসরদের বিচারের দাবিতে ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন থামবে না।
গণমিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল এবং জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনি প্রমুখ।