‘রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে’
![](https://amodbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোহাম্মদ শরীফ।।
জুলাই আগস্টের গণহত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গণ অধিকার পরিষদ। বুধবার নগরীর লিবার্টি চত্বর, টাউন হলসহ গুরুত্বপূর্ণ মোড় ঘুরে পূবালী চত্বরে সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে বক্তব্য দেন নেতারা। এছাড়া নানা শ্লোগানে বিচারে দাবিতে প্রকম্পিত হয় কান্দিরপাড়ের পূবালী চত্বর। এসময় তারা নানা শ্লোগানে বলেন, ‘রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে।’ ‘সকলের পরিষদ, গণঅধিকার পরিষদ।’ পরে গণঅধিকার পরিষদ কুমিল্লার সভাপতি ফয়েজুল্লাহ ও সাধারণ সম্পাদক গিয়াস হৃদয়ের নেতৃত্বে জেলা প্রশাসন অভিমুখে মিছিল নিয়ে যায়। শেখ হাসিনাসহ গণহত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি সম্মিলিত স্মারক লিপি কুমিল্লা জেলা প্রশাসকের নিকট তুলে দেন নেতারা।
গণঅধিকার পরিষদ কুমিল্লার সভাপতি ফয়েজুল্লাহ বলেন, ‘শেখ হাসিনাসহ খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আজ কুমিল্লায় আমরা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছি।
![inside post](https://amodbd.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-04-at-4.55.08-PM1.jpg)