শহীদ মিনার ভাংচুরে ২টি তদন্ত কমিটি

সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাংচুরের ঘটনায় ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা।
উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদকে প্রধান করে তিন সদস্যসের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।
শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, শহীদ মিনার ভাঙ্গা স্পর্শকাতর বিষয়। আমরা এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ৭২ ঘন্টার ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।
শহীদ মিনার ভাংচুরের ঘটনায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সরোয়ার ওসমানকে প্রদান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তারা এই তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলে জানান গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ।
উল্লেখ্য, একুশে ফেব্রুয়ারি রাতে প্রথম প্রহরে কলেজ কর্তৃপক্ষ ও বিএনপির নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ মিনার ত্যাগ করেন। পরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা শহীদ মিনারটির দুইটি স্তম্ভ ভেঙ্গে ফেলে। এতে করে সকাল বেলা সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি।

inside post
আরো পড়ুন