দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বরুড়া প্রশাসনের অভিযান

 

inside post

হাসিবুল ইসলাম সজিব ।।
বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কাঁচা বাজারের পণ্য মূল্য যাচাই, বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বুধবার ৪মার্চ বরুড়া বাজারে রমজান উপলক্ষে এ কার্যক্রম পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং।

এসময় পবিত্র রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয়মূল্যের সামঞ্জস্যতা যাচাই করা হয় এবং অস্বাভাবিক মুনাফা লাভের উদ্দেশ্যে অবৈধ মজুতদারির ব্যাপারে দোকানিদের সচেতন করা হয়। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা টানানোর ব্যাপারে সতর্ক করা হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে দুটি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন জনস্বার্থে বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা ও ভোক্তার সন্তুষ্টি বিধানে এই ধরনের বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

আরো পড়ুন