সদর দক্ষিণ ও লালমাইয়ের কমিটি নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ক্ষোভ

 প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সম্প্রতি ঘোষিত হয়েছে। এনিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে ১৩ রাজনৈতিক মামলার আসামি, আদালতে আ’লীগ নেতাদের হাতে স্বস্ত্রীক হামলার শিকার সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে সদর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে। তারা বলেন, দুই উপজেলার কমিটিতে ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হয়নি। আবার অনেকে গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে না থেকেও ভালো পদ বাগিয়ে নিয়েছেন।
ছাত্রদল নেতা মোঃ রাসেল খাঁন বলেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির যে আহবায়ক কমিটি গঠিত হয়েছে এতে আমাদের দলের জীবন্ত দাফন হয়েছে। অথচ মাহবুব আলম চৌধুরীর মত ত্যাগী নেতারা উপেক্ষিত হয়েছেন।
সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক সায়েম মজুমদার বলেন, গত ১৭ বছর বিএনপির তৃণমূলের সকল ইউনিট মাহবুব আলম চৌধুরীর অধীনে ছিল। তিনি সবাইকে সুসংগঠিত রেখেছিলেন। সকল আন্দোলনে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মজুমদার বলেন, মাহবুব চৌধুরীকে কমিটিতে সম্মানজনক পদ দেওয়া হলে দলের জন্য অনেক ভালো হতো।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, মাহবুব চৌধুরীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সদস্য কোন ছোট পদ নয়।

inside post
আরো পড়ুন