১৬বছর পর কুমিল্লার রাজত্ব ছাড়ছেন ছামছুল আলম !

কুমিল্লা সিটি করপোরেশনের সিইও ওএসডি

inside post

প্রতিনিধি।।
বিভিন্ন মেয়াদে সাড়ে ১৬ বছর কুমিল্লায় চাকরি করা কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মো. ছামছুল আলমকে ওএসডি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে তাঁর বদলির আদেশ সোমবার কুমিল্লার বিভিন্নজনের ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে নেটিজেনরা তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।
জানা গেছে, ছামছুল আলমের চাকরি জীবনের শুরু কুমিল্লায়। দীর্ঘ এই সময়ে কখনও সহকারী কমিশনার( এসিল্যান্ড), এনডিসি,  কখনও ইউএনও, কখনও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা , জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা,  সিটি করপোরেশনের সচিব এবং সর্বশেষ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের আস্থাভাজন হিসেবে পরিচিতি ছিলেন এই কর্মকর্তা। বাহারের ঘনিষ্ঠজন হিসেবে সর্বশেষ তিনি কুমিল্লা সিটি করপোরেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা হয়েছেন। তার বিনিময়ে তিনি বাহারের মেয়ে সূচনার মেয়র নির্বাচনে নৌকার ভোট চেয়েছেন। এতে আদালত তাকে শোকজ করেন।
এবিষয়ে মো. ছামছুল আলম বলেন, আমাকে ওএসডি করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না। বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।

আরো পড়ুন