গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

প্রতিনিধি।।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর জামায়াত। বৃহস্পতিবার (১৭ জুলাই) কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় লিবার্টি চত্ত্বরে ্এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মু. মাহবুবুর রহমান। এসময় কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু.কামারুজ্জামান সোহেল ,নাছির আহম্মেদ মোল্লাসহ কুমিল্লা মহানগর জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা অগ্নি সংযোগ নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজের প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
