বরুড়ায় যুব ঋণ ও সনদ বিতরণ


হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লার বরুড়ায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে সনদ এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন ভুইঁয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু ও উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন বাঁশপুর তৃণমূল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাহানারা হক, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার ও যুব প্রশিক্ষণার্থী সৌরভ হোসেন।
এদিন ১ জন সংগঠক, ১ জন উদ্যোক্তাসহ ১০ জন যুব ও যুব মহিলার মাঝে সনদ বিতরণ এবং ৮ জনের মাঝে মোট ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের আগে যুব সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ৮ মে ২০২৫ সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মশালায় অংশগ্রহণকৃত ৬ জেলা ও ৬৫ উপজেলা মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের কার্যক্রম মূল্যায়নে বরুড়া উপজেলা ২য় স্থান অর্জন করে।