ধানের চারার সাথে শত্রুতা!

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামে রোপন করা ৩২ শতক জমির আমন ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে স্থানীয় মিজানুর রহমান ও নাছির উদ্দিনের বিরুদ্ধে থানায় এবং সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছে জমির মালিক বজলুর রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামে। শনিবার সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহ।
জানা গেছে, বজলুর রহমান মালিকানাধীন ৩২ শতক জমিতে গত ৩ আগস্ট আমন চারা রোপন করেন। গত ১৩ আগস্ট সকালে দেখেন, জমিতে রোপন করা ধানের চারা নেই। অভিযোগে উল্লেখ করা হয়, ২০০১ সালে উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামের বজলুর রহমান ওই গ্রামের মিজানুর রহমানের রুস্তম আলী ও ভাইদের কাছ থেকে ৩২ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর থেকে জমিটি নিজেদের দখলে চাষাবাদ করে আসছেন। তবে ওই দাগের বাকি ৪ শতক জায়গা তারা কবলা দেয়নি। এ নিয়ে আদালতে মামলা চলছে। এরই জের ধরে ১২ আগস্ট রাতে বিবাদীরা পরষ্পর যোগসাজসে ৩২ শতক জমির ধানের চারা তুলে ফেলে দেয়।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, আমি দীর্ঘদিন এলাকায় থাকি না। কে বা কারা ধানের চারা তুলে ফেলেছে, সেটা আমি জানি না।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।

আরো পড়ুন