কুমিল্লায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার


প্রতিনিধি ।।
কুমিল্লা জেলা আইসিটি ফোরামের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার বুধবার অনুষ্ঠিত হয়।
সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ—পরীক্ষা নিয়ন্ত্রক মো, কবির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট কুমিল্লার সহকারী পরিচালক মো. আবদুল কাদির। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইসিটি ফোরামের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। কুমিল্লা জেলা আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. কবির খানের পরিচালনায় বিকালে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইসিটি ফোরামের উপদেষ্টা মো. আজিম খান।
সেমিনারে প্রশিক্ষক ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মহিম চন্দ্র বিশ্বাস, স্কুল অব ফিউচার প্রজেক্ট, আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির মাস্টার ট্রেইনার ওমর ফারুক , ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ।
দিনব্যাপী সেমিনারে কুমিল্লা জেলার বিভিন্ন মাধ্যমিক ্ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, জেলা অ্যাম্বাসেডর শিক্ষক ্ও সহকারী শিক্ষক সহ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সেমিনারে প্রশিক্ষকরা শিক্ষায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার, চ্যাট জিপিটি, কিউরিপড, ক্যানভা এআই, হ্যান্ডস অন, কুইজ—কাহোদ, গুগল ফর্ম, সক্রেটিক বাই গুগল নিয়ে আলোচনা করেন।
