চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ


হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।
অভিযানে কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে
ইবনে সিনা হাসপাতাল, নিউ চান্দিনা মেডিকেল সেন্টার (বা ইনসাফ কমিউনিটি হাসপাতাল), একটি বেনামী বেসরকারি হাসপাতাল এবং দোয়া ডায়াগনস্টিক সেন্টার।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর। শুক্রবার তিনি এই তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স নেই, মূল্য তালিকা বাংলায় লেখা হয়নি, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিনের ব্যবস্থা নেই, এক্সরে রুমে টেকনিশিয়ান অনুপস্থিত, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে অবহিত করা হয়নি। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করা হচ্ছে। এ দিকে কিছু প্রতিষ্ঠানে ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত নেই।
ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সাত দিনের মধ্যে ত্রুটিসমূহ সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা জুড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চলবে।”