কুমিল্লায় প্রাইভেটকারে ২০হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি
আমোদ প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় প্রায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল ও গুলিসহ মুছা আহম্মেদ ওরফে মুন্না নামের একজনকে আটক করেছে র্যাব। এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, সোমবার রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ১১-৫২৫৮) তল্লাশি করে। প্রাইভেটকার থেকে ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। এ সময় কুমিল্লা জেলার কোতয়ালি থানধীন ভ‚বনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুছা আহম্মেদ ওরফে মুন্নাকে (২৯) আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুন্না জানান, দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় র্যাব।