চৌদ্দগ্রাম পৌর নির্বাচন; ‘ঘরের ভিত্তিরে হান্দাই পিডাইছে’

 

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আমোদ রিপোর্টার।।

কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের নাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার নুরুল আমিন ও আয়েশা দম্পতি আহত হয়েছেন।

শনিবার নাটাপাড়া কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রজুড়ে আতংক বিরাজ করছে।
আহত আয়েশা বলেন, আই ও আঁর জামাই বাড়িত বইয়া রইছি। আৎকা ৩০/৪০জন আই আমডারে ঘরের ভিত্তিরে হান্দাই পিডাইছে। আঁর জামাইডারে হুদাই মারছে। তাগো আতে দাও ছেনি আর বোম আছিলো।
স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী (পাঞ্জাবি) মিজানুর রহমানের সাথে কেন্দ্র দখল নিয়ে কামাল হোসেন ( ডালিম) প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দা ছেনি নিয়ে বাড়িঘর ভাংচুর হয়। পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
কেন্দ্রের প্রিসাইজিং অফিসার মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী বলেন, সংঘর্ষের সময় ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিলো। পরে ভোট গ্রহণ শুরু হয়।

 

আরো পড়ুন