নগরীতে যুবলীগ নেতাকে গাড়ির চাপার অভিযোগে কাউন্সিলর আটক
অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে যুবলীগ নেতা রোকন উদ্দিন রোকনকে গাড়ি চাপা দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে নগরীর অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলকে পুলিশ আটক করেছে।
রোকনের সহপাঠিরা জানান, বিকালে মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ অফিসে যাচ্ছিলেন যুবলীগ মহানগর কমিটির সদস্য রোকন। এ সময় বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসেন ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল। তিনি যুবলীগ নেতা রোকন উদ্দিন রোকনকে গাড়ি চাপা দেন। আহত যুবলীগ নেতা রোকন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে জখম হয়েছে।
একটি সূত্র জানায়,এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জলিলের সাথে রোকনের বিরোধ চলছিলো।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, গাড়ি চাপার মৌখিক অভিযোগে নগরীর চকবাজার কাশারীপট্টি এলাকা থেকে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করা হযেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।