গোসলখানায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

অফিস রিপোর্ট।
কুমিল্লার হোমনায় বিষাক্ত সাপের কামড়ে নিরব (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের মো. রাসেলের ছেলে। নিরব জাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
শিশুটির বাবা রাসেল জানান, শনিবার দুপুরে বাড়ির বাইরের গোসলখানায় নিরব গোসল করে প্যন্ট মেঝেতে ফেলে রেখে এসেছিল। পরে সেখান থেকে ভেজা প্যান্ট উঠাতে গেলে সাপে কামড় দেয়। পরে হোমনা উপজেলার কাশিপুর গ্রামে ওঝার ঝাড়ফুঁক এবং মাথাভাঙা গ্রামে দরবেশ আলীর বাড়িতে পান পড়া খাওয়ানো হয়। বিভিন্ন জায়গায় ওঝা কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক আর পান পড়া খাইয়ে অবস্থার অবনতি হলে নিরবের নিস্প্রাণ দেহটি রাত ৯টার দিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. ইব্রাহিম খলিল রনি বলেন, তাকে ইসিজিসহ নানাভাবে আমরা পরীক্ষা করেছি। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।