‘অসহায় বিচার প্রার্থীদের ভরসারস্থল লিগ্যাল এইড’

আবু সুফিয়ান রাসেল।।
অসহায়দের সহায়তার দরজা লিগ্যাল এইড। আর্থিকভাবে অসচ্ছল, অসহায় বিচার প্রার্থীদের ভরসারস্থল হিসেবে কাজ করে যাচ্ছে লিগ্যাল এইড। তাদের জন্য বিনামূলে সেবা দিচ্ছে। মঙ্গলবার কুমিল্লা জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির ৯৮তম সভায় এ বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
এ সময় সেমিনারে জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) এফ এম শেফায়েত ছালাম তথ্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত ৪০ জন নারী ও ২০জন পুরুষ বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেছেন। এ সময়ে আপোষ মিমাংসার মাধ্যমে চার লক্ষ সাত হাজার পাঁচশত টাকা আদায় করা হয়েছে। আগস্ট থেকে এ পর্যন্ত কারাগার থেকে ৬৪, আদালত থেকে তিনটি ও অফিসে সরাসরি ২৩টি মামলা সহায়তার অনুমোদন করা হয়েছে। সভার শেষ পর্বে ‘সহায়’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ আহসান উল্লাহ খন্দকার, পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.জহিরুল ইসলাম সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ নাজমুল আলম প্রমুখ।

inside post
আরো পড়ুন