ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে হাইওয়ে পুলিশ। শনিবার মহসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় উচ্ছেদ শুরু করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম। এসময় মহাসড়কের উপর থেকে বাজারের আড়তদারদের পণ্য এবং সড়কের পাশে পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়।

inside post


হাইওয়ে পুলিশের সূত্র জানায়, হাইওয়ে কুমিল্লা রিজিয়নে মহাসড়কের উপর ৫৩৯টি অস্থায়ী এবং স্থায়ী অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪৩০টি অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলছে। ঈদ যাত্রা নির্বিঘœ রাখতে কুমিল্লা রিজিয়নের অধীনে ৭৯২ কিলোমিটার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়ককে সমান গুরুত্ব দিয়ে টহল কার্যক্রম সাজানো হচ্ছে।
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম বলেন, যারা মহাসড়ক দখল করে রেখেছে তাদেরকে আমরা সাবধান করে দিয়েছি। মহাসড়ককে সুশৃংখল পর্যায়ে আনাসহ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা প্রস্তুত রয়েছি।

আরো পড়ুন