কাঁধে মায়ের খাটিয়া হাতে হাতকড়া
প্রতিনিধি।।
কাঁধে মায়ের মরদেহের খাটিয়া। এক হাতে হাতকড়া। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেবের (৫১)।
সোমবার (১৬ ডিসেম্বর) কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরস্থ গ্রামের বাড়িতে আবদুল মোতালেবের মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরিক হন তিনি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তিনি একজন আসামি। নিয়ম অনুযায়ী তাকে নিরাপত্তার স্বার্থে হাত করা পরানো হয়েছে। আমরা এক হাতে হাতকড়া পরিয়েছি। কোন ডাণ্ডাবেড়ি পরাইনি। এটি নিয়মের মধ্যেই করেছি, আমরা কোন মানবাধিকার লংঘন করিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শহর থেকে আবদুল মোতালেবকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।