কালান্তরে বঙ্গবন্ধু ___মো: রিয়াদ হোসেন

মায়ের কাছ থেকে শিখেছি— ব-তে বঙ্গবন্ধু।

বাবার কাছ থেকে শুনেছি— আজন্ম সংগ্রামীচেতা;
অসহায়-দুঃস্থ মানুষের আশার আলো।
 বাংলাদেশ মুক্তি-সংগ্রামে— অনবদ্য সাহসী;
 ভূমিকা বিস্ময়কর নেতা— বঙ্গবন্ধু।
 
 অখ্যাত কবির,বিখ্যাত কবিতার পঙক্তিতে লেখা;
 অনলবর্ষী নেতা— বঙ্গবন্ধু।
 আমজনতার কর্দমাক্ত সংগ্রামী দেহের রক্তে লেখা;
 কালজয়ী নায়ক— বঙ্গবন্ধু।
 জনতার বিপদে-আপদে চিরভাস্বর;
 অবিস্মরণীয় নেতা— বঙ্গবন্ধু।
 বিশ্বের অসহায় মানুষের ভাগ্যনিয়ন্তার;
 মূর্ত প্রতীক— বঙ্গবন্ধু।
 
 হানাদার বাহিনী কর্তৃক লাঞ্ছিত নারী;
 বঙ্গবন্ধুর নিকট বারাঙ্গনা নহে,
 একজন পবিত্র বীরাঙ্গনা।
 শকুনে খাওয়া প্রেয়সীর শরীর— লজ্জার্তনাদ,
 সন্তানহারা মায়ের বাকরুদ্ধ শ্বাস,
 বাবা-ভাই হারানো বোনের অনিরাপত্তার আঁচ—
 বঙ্গবন্ধু,তুমি তাঁদেরই আশ।
 
 আমি চির সংগ্রামীচেতা।
 আমার পূর্ব-পুরুষের এক হাঁকে—
 স্তম্ভিত হয়েছে উত্তাল বঙ্গোপসাগর।
 স্বাধীন দেশে স্বাধীনতা অবরুদ্ধ হলে,
 আমায় রুখে কে?
— শিক্ষার্থী, বাংলা বিভাগ
 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।