কুমিল্লা ও ঢাকার কৃষি উন্নয়নে বিনার কর্মশালা

প্রতিনিধি।।
কুমিল্লা ও ঢাকা অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা (বিনা) উপকেন্দ্র কুমিল্লার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা ও কুমিল্লা অঞ্চলের সহযোগিতায় এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন , বিনার সিএসও এবং বিভাগীয় প্রধান ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগ ড. মো. ইব্রাহিম খলিল, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার ও উপ প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন কৃষির বিভিন্ন দপ্তরর কর্মকর্তা ও কৃষকরা ।
এতে বক্তারা বলেন, কৃষক যে জাতের ফসল চাষ করে সফলতা পাবেন, তিনি সেটাতেই ঝুঁকবেন। সেনিরিখে যেন গবেষণা প্রতিষ্ঠানগুলো কাজ করে।
তারা আরো বলেন,কুমিল্লা অঞ্চলে জলাবদ্ধতা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এনিয়ে প্রশাসনকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে।
