কুমিল্লা নগরীতে ৪১ জনসহ নতুন আক্রান্ত ৯৩
অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ৪১জনসহ নতুন করে শুক্রবার জেলায় ৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৭১ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় কোন সুস্থ না থাকলেও মারা গেছে পাঁচজন। শুক্রবার আক্রান্তের মধ্যে রয়েছেন, কুমিল্লা নগরীতে ৪১ জন, আদর্শ সদওে আটজন,দেবিদ্বার ১৩জন, সদর দক্ষিণে তিনজন,চৌদ্দগ্রামে একজন,লালমাইতে ছয়জন, মুরাদনগরে দুইজন, নাঙ্গলকোটে ১৭জন,দাউদকান্দিতে একজন ও লাকসামে একজন আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শুক্রবার পর্যন্ত কুমিল্লানগরীসহ পুরো জেলা থেকে ১৫ হাজার ৪৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৪হাজার ১৯৪ জনের। শুক্রবার কোন সুস্থ না হলেও এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৯৭ জন। আর এ দিন মুরাদনগর,চৌদ্দগ্রাম,নাঙ্গলকোট,দাউদকান্দি ও দেবিদ্বারে একজন করে মোট মারা গেছেন পাঁচজন। জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭১ জন।