কুমিল্লায় ১১০ কেজি গাঁজা উদ্ধার
আবদুল্লাহ আল মারুফ।।
কুমিল্লায় একদিনে পৃথক দুইটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে আটক করলেও ৭ আসামি পালিয়ে গেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন হতে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশের আসার খবর পেয়ে ৮০ কেজি গাঁজা রেখেই পালিয়ে যায় ৫জন। পরে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
তারা হলেন, শাহ আলম (৩৯), মো. সজিব(২৬), মো. আইয়ুব আলী(২৯), মো. মোতালেব(৩৩), খায়রুল (৩১)।
এদিকে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সদর দক্ষিণ উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ মার্চ বিকেলে উপজেলার কালিরবাজার রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহ আলম (৩০), উপজেলার একবালিয়া মৃত আকবরের ছেলে। এসময় দুজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।