কুমিল্লায় ৬জেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকদের সম্মেলন

প্রতিনিধি।।
কুমিল্লায় পল্লী সঞ্চয় ব্যাংক চট্টগ্রাম বিভাগ- ২ এর ৬জেলার ব্যবস্থাপকদের সম্মেলন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে ২০২৩ -২০২৪ অর্থ বছরের পারফরম্যান্স ভিত্তিক উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ২০২৫-২০২৬ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্য মাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। শুক্রবার ৭ নভেম্বর কুমিল্লা কোটবাড়ি বার্ড সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা পল্লী সঞ্চয় ব্যাংক আঞ্চলিক কার্যালয় এই আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির পরিচালক ও সদস্য নুরে আলম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মুনতাজের রাশেদীন। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হালিম। বক্তব্য রাখেন লক্ষীপুর পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা আবদুর রহমান ফরিদ, নোয়াখালীর আঞ্চলিক কর্মকর্তা সজল দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, ফেনী জেলা আঞ্চলিক কর্মকর্তা নয়ন চন্দ্র দাশ, চাঁদপুর জেলা আঞ্চলিক কর্মকর্তা শরীয়ত উল্লাহ সায়েম, চান্দিনা উপজেলার শাখা ব্যবস্থাপক এম হাবিবুর রহমান, বুড়িচং উপজেলার শাখা ব্যবস্থাপক বিজয় দেবনাথসহ ৫৩ টি উপজেলার শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নুরে আলম তালুকদার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান মাঠ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরষ্কার ও সম্মাননা বিতরণ করেন।
