নির্বাচনের আগে গণভোটের দাবি ৮ দলের

‘নভেম্বর-ডিসেম্বরের মধ্যে গণভোটের আয়োজন ব্যর্থ হলে লাগাতার আান্দোলন’
প্রতিনিধি।।
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫দফা দাবিতে কুমিল্লায় জামায়াতসহ আট দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনু্িষ্ঠত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ৮ দলের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ,খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট নাছির আহমেদ মোল্লা,বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টির কুমিল্লা মহানগর সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে কুমিল্লা টাউন হল মাঠ থেকে মিছিলটি কুমিল্লা নগরীর রাজগঞ্জ হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ তার বক্তব্যে বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ হয়েছি। জাতীয় নির্বাচনের সাথে গণভোট কখনো আমরা মেনে নেবোনা। সরকার যদি নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের আয়োজনে ব্যর্থ হয় তাহলে আমাদের লাগাতার আান্দোলন অব্যাহত থাকবে। বিক্ষোভ সমাবেশে জামায়াতসহ ৮ ইসলামী দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
