কুমিল্লার ৭টি আসনে ভোটের উত্তাপ
আলোচনায় লাকসাম-মনোহরগঞ্জ
অফিস রিপোর্টার।।
কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৭টি আসনে ভোটের উত্তাপ পাওয়া যাচ্ছে। কোথাও বিএনপির নিজ দলে উত্তাপ,কোথাও জামায়াত,এলডিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথের উত্তাপ। আসন গুলো হচ্ছে কুমিল্লা-১ হোমনা মেঘনা, কুমিল্লা-৩ মুরাদনগর,কুমিল্লা-৪ দেবিদ্বার,কুমিল্লা-৭ চান্দিনা,কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ,কুমিল্লা-১০নাঙ্গলকোট,লালমাই ও সদর দক্ষিণ ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম। বেশি উত্তাপ অনুভূত হচ্ছে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ,কুমিল্লা-১০নাঙ্গলকোট,লালমাই ও সদর দক্ষিণ ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে।
খোঁজ নিয়ে জানা গেছে. কুমিল্লা-১ হোমনা মেঘনা আসনে বিএনপির প্রার্থী দলের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া,বিএনপি নেতা আবদুল মতিন। এখানে কুমিল্লা-২ দাউদকান্দি তিতাস আসনের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন বা তার ছেলে ড. খন্দকার মারফ হোসেন কুমিল্লা-১আসনেও নির্বাচন করতে পারেন।
কুমিল্লা-৩ মুরাদনগর আসন। এখানে মাঠে প্রভাব রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। তিনি ৫বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী। এখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব মাহমুদ ভুইয়ার বাড়ি। এখান থেকে আসিফ মাহমুদ নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। দুই পক্ষ আওয়ামী লীগের ভোটকে নিজেদের দিকে নিতে কাজ করছেন বলে জানা গেছে।
কুমিল্লা-৪ দেবিদ্বার আসন। এখানে বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সীর বাড়ি। তারা দুইজনে বিএনপি থেকে নির্বাচন করতে পারেন। এদিকে এখানে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহর বাড়ি। তিনি প্রায় প্রতি সপ্তাহে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আলোচনা রয়েছে তিনিও নির্বাচন করতে পারেন।
কুমিল্লা-৭ চান্দিনা আসনে উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এই আসনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদেরও বাড়ি। তাদের মধ্যে চলছে নিরব লড়াই। এলডিপি চাচ্ছে আওয়ামী ঘরানার ভোট নিজেদের দিকে টানতে।
কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিএনপির সাবেক এমপি কর্নেল অব. আনোয়ারুল আজিম ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম নির্বাচন করতে পারেন। তাদের সমর্থকদের মধ্যে সম্প্রতি একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কুমিল্লা-১০নাঙ্গলকোট,লালমাই ও সদর দক্ষিণ আসন। এই আসনে বিএনপির প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী,সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি মোবাশে^র আলম ভুঁইয়া।
এদিকে মনিরুল হক চৌধুরী পৃথক আসনের দাবি জানিয়ে যাচ্ছেন।
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন। এই আসনে জামায়াতের প্রভাব রয়েছে। তবে সেখানে বিএনপি নতুন করে নিজেদের জানান দেয়ার চেষ্টা করছে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন,এখনও নির্বাচনের কোন সময় নির্ধারণ হয়নি। এছাড়া আমাদের দল কাউকে কোন মনোনয়ন দেয়নি। সামনে আরো প্রার্থী মাঠে নামতে পারে। মাঠ পর্যালোচনা করে হাই কমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।