কুমিল্লায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

আমোদ প্রতিনিধি।।

inside post

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (০৪ মে)  বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন  এ তথ্য জানান। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৪৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২২ জন, লালমাইয়ের দুইজন, বুড়িচংয়ের পাঁচজন, লাকসামের সাতজন, চান্দিনার চারজন, নাঙ্গলকোটের দুইজন, বরুড়ার তিনজন, দেবিদ্বারের দুইজন ও তিতাসের একজনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা কুমিল্লা নগরী, বরুড়া, লালমাই, আদর্শ সদর ও বুড়িচং উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় ১২ হাজার ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৮৮ জন।

আরো পড়ুন