কুমিল্লায় মহাসড়কের পাশে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

অফিম রিপোর্টার।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দুটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি হয়েছে। এতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। মহাসড়কে যানবাহনের লাইটের আলো, হাইওয়ে এবং থানা পুলিশের টহল থাকা সত্ত্বেও এরকম দুঃসাহসিক চুরি নিয়ে সবাই হতভম্ব।
মঙ্গলবার চৌদ্দগ্রাম বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান জানান, সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের ফালগুনকরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পিডিবির ২০০ কেবির ধারণকৃত দুটি ট্রান্সফরমার খুটি থেকে নামিয়ে ভিতরের মূল্যবান যন্ত্রাংশগুলো নিয়ে বক্সগুলো রেখে চলে যায়। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মফিজুর রহমান বলেন, ট্রান্সফরমারগুলো চুরি হওয়াতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিকাল পর্যন্ত বন্ধ ছিল। বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন কর্তৃপক্ষ।
এদিকে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বিদ্যুৎ সরবরাহ অফিসের পক্ষ থেকে ট্রান্সফরমারসহ সকল বৈদ্যুতিক মালামাল চুরির বিষয়ে গ্রাহকদের সর্তক থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

inside post
আরো পড়ুন