কুমিল্লায় মাঠ মাতানো জয় শেখ রাসেলের
মহিউদ্দিন মোল্লা,
বৈশাখ মাস। চারিদিকে তাপদাহ। আবার কখনও আকাশ অন্ধকার। কখনও টিপটিপ বৃষ্টি। এমন আবহ কুমিল্লায়। কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে এমন পরিবেশে দাপুটে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তারা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
সারা মাঠ জুড়ে ছিলো লাল জার্সিধারী শেখ রাসেল ক্রীড়া চক্রের আধিপত্য। এদিন লালের আক্রমণে নীল জাাির্সধারীদের দিশাহারা হতে দেখা যায়। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করেন ২০নম্বর জার্সি পরা ইসমাইল আকিনাদে। ২য় হাফে খেলার নিয়মে গোল পোস্ট পরিবর্তন হয়। ঈদগাহ প্রান্ত থেকে জিলা স্কুল প্রান্ত। কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্রের আক্রমণের ধার কমেনি। বরং বাড়তে থাকে। ৫০ মিনিটে পেনাল্টি থেকে ২য় গোল আসে ৩৪ নম্বর জার্সিধারী আইজার আকামতোভের পা থেকে থেকে। এরপর চট্টগ্রাম আবাহনী শক্তি প্রয়োগ করে খেলতে থাকে। শেষ পর্যায়ে হলুদ কার্ড দেখানো হয় চট্টগ্রাম আবাহনীর একজন খেলোয়াড়কে। মাচের শেষ দিকে চট্টগ্রাম আবাহনীর বদলি শাকের উল্লাহ বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে এক গোল শোধ করেন। এদিকে রমজানের কারণে মাঠে দর্শক কম থাকলেও সবাই খেলা উপভোগ করে। খেলা শেষে নামে স্বস্তির বৃষ্টি। প্রশান্তি নামে দর্শক, তাপদাহে ক্লান্ত পথচারী সবার মনে।