`গণমানুষের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন’
প্রতিবেদক।।
বর্তমানে সময়ে দেশে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। রাজনৈতিক দলগুলোর কোন কোনটি দ্রুত নির্বাচন চাইছে। কোনো কোনো দল গোছাতে ব্যস্ত। আবার কেউ কেউ নতুন দল গঠনের পরিকল্পনা করছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের অস্থিতিশীলতাসহ দেশের আইন শৃঙ্খলার ক্ষেত্রে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। এর থেকে উত্তরণে তথা গণমানুষের জীবনমান উন্নয়নে জেএসডি’র সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম আত্মনিয়োগ করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি কুমিল্লা জেলা শাখা আয়োজিত মহানগর কমিটি গঠন কল্পে আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার কুমিল্লা নগরের রাজাগঞ্জে জেএসডি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেএসডি কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন।
বক্তব্য রাখেন জেএসডি কুমিল্লা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, সদস্য আবদুল করিম, জেএসডি নেত্রী শিরিন আক্তার প্রমুখ।
সভায় আগামী ৩ ডিসেম্বর জেএসডি কুমিল্লা মহানগর শাখা গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় জেএসডি কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব উপস্থিত থাকবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।