চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রতিনিধি।।

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। উপজেলা মৎস্য কমকর্তা লতিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কমকর্তা একেএম মীর হোসেন, কৃষি কমকর্তা যোবায়ের আহমেদ। উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কমকর্তা আবু বকরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ মজুমদার, মৎস চাষী রবিউল হোসেন। এ সময় উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা নুরুল হুদা তালুকদার, যুব উন্নয়ন কমকর্তা মোবারক হোসেন, তথ্য অফিসার ফাতেমা বেগম, চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাংবাদিক আবু বকর সুজন প্রমুখ।