চৌদ্দগ্রামে স্থানীয় সরকার দিবসে র্যালি ও আলোচনা সভা

উপজেলা রিপোর্টার, চৌদ্দগ্রাম।।

স্থানীয় সরকার দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রকৌশলী নুরুজ্জানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম মীর হোসেন, সমবায় কর্মকর্তা মোবারক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান সুজন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সরকার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, একটি গ্রামাঞ্চলের জন্য, আরেকটি শহরাঞ্চলের জন্য। গ্রামাঞ্চলে যদি স্থানীয় সরকারের বিভাজনের কথা বলি তাহলে সেটা তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে- একটা জেলা পর্যায়ে পরিষদ, একটা উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ, আরেকটা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ। যদি শহরাঞ্চলের কথা বলি তাহলে সেটাকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে- একটি সিটি কর্পোরেশন, আরেকটি পৌরসভা। এই যে বিভক্তি; এই বিভক্তিটা কেন করা হয়েছে আপনারা যদি দেখেন আমাদের দেশের সুপ্রিম ল যেটা সেটা হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের যে সংবিধান এ সংবিধানে আইনগত যে বাধ্যবাধকতা রয়েছে সে বাধ্যবাধকতার ফলে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে।