জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ কর্মসূচি


প্রতিবেদক।।
জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ কর্মসূচি সারাদেশের মতো কুমিল্লাও পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীসমাজকে এগিয়ে নিতে পুরুষদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। একজন নারী করো মা, কারো বোন, কারো স্ত্রী। কাজেই নারীদের সম্মান জানানো আমাদের দায়বদ্ধতা রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনে নারীরাও ভূমিকা রেখেছেন।উন্নয়নমূলক সকল কাজে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রোগ্রামের পরপরই কুমিল্লায় জেলা পর্যায়ের এ অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী। বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা হাফসা জাহান।
সভায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শহিদ শিশু ও শিক্ষক এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩৪ জন মহিলার মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
কর্মসূচির শেষ পর্যায়ে ছিল ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ। হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পন্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারীসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।