ডাকাতের ছুরিকাঘাতে আহত ৪

প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় দুই পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুটে নেয়ার পাশাপাশি ৪জনকে কুপিয়ে আহত করে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের দোতলা গ্রামের হোসেন ভূইয়া’র বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আহত হন মোবারক হোসেন ভূইয়া’র ছেলে সাইদুল ভূইয়া, সজিব ভূইয়া, সিরাজুল ইসলামের ছেলে সুমন মিয়া ও সামছু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তাদের মধ্যে সাইদুল ভূইয়া ও সজিব ভূইয়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গৃহকর্তা অহেদ আলী ভূইয়া বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

inside post

তিনি জানান, মঙ্গলবার রাতে আমি বাড়ি ছিলাম না। আমার দুই ছেলে প্রবাসী। ঘরে কোন পুরুষ ছিল না। রাত অনুমান ২টায় আমার কলাপসিবল গেইটের তালা কেটে এবং রুমের দরজার লক ভেঙ্গে ভিতরে ঢুকে ডাকাতদল। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আমার পরিবারের ৮ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। আমার ঘরে ডাকাতি শেষে আমার চাচাতো ভাই মোবারক ভূইয়া’র ঘরে একই ভাবে ঢুকে ডাকাতি করি। এসময় মোবারক ভূইয়া’র ছেলেরা চিৎকার করলে তাদেরকে এলোপাথারী কুপিয়ে এবং একজনকে গলা কেটে হত্যার চেষ্টা করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের মধ্যে সুমন ও দেলোয়ারকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় ডাকাতদল।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, ঘটনার শুনার সাথে সাথে আমিসহ আমার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব শীঘ্রই ডাকাতদলকে শনাক্ত করে আসামি গ্রেফতারে সক্ষম হবো।

 

আরো পড়ুন