ডেঙ্গুতে প্রাণ হারালেন সংবাদপত্র কর্মী

 

inside post

অফিস রিপোর্টার।।

দৈনিক আমাদের কুমিল্লার সাবেক কম্পিউটার অপারেটর শাহ আলম মারা গেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার ফেনীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। তার মামাতো ভাই ইলিয়াস মজুমদার এই তথ্য নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন শাহ আলম। পরবর্তীতে জ্বর কিছুতেই না কমায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি।

শাহ আলম ফেনীর ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভী বাড়ির মো. বাহার মিয়ার ছেলে।

শাহ আলম ২০১৪ সাল থেকে দৈনিক আমাদের কুমিল্লায় কম্পিউটার অপারেটর হিসেবে নিযুক্ত ছিলেন। এর মধ্যে একটি কোচিং সেন্টারও প্রতিষ্ঠা করেছিলেন তিনি।  পরবর্তীতে ২০২৩ সালে দৈনিক আমাদের কুমিল্লা ছেড়ে কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুরে একটি এনিমেল হেলথ কেয়ারে চাকরি করতেন শাহ আলম।

উল্লেখ্য, মৃত্যুকালে শাহ আলম দুই কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার স্ত্রী সন্তান সম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

আরো পড়ুন