তারা গড়ে তোলে কিশোর গ্যাং,আছে তিনটি আগ্নেয়াস্ত্র

প্রতিনিধি।
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যুবক নগরীর রামঘাট এলাকার স্বপন চন্দ্র দাসের ছেলে রুদ্র চন্দ্র দাস (২২)। রুদ্র ও তার বন্ধু সুজন মিলে গড়ে তোলে কিশোর গ্যাং। তাদের রয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র। সোমবার সেনাবাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সূত্র জানায় , রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করে। এ দলে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে এসব অস্ত্র নিজেদের ব্যবহার করার জন্য নিয়ে এসেছে।
সূত্র আরও জানা যায়, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধওে তারা বিভিন্ন অবৈধ কর্মকা-ে লিপ্ত ছিলো। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রুদ্রের বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
