দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা পাবেন শিক্ষার্থীরা

প্রতিনিধি।।
দেশের বিভিন্ন এলাকায় দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা বিনামূল্যে বিতরণ করা হবে শিক্ষার্থীদের মাঝে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ (বিনা) এই চারা উৎপাদন করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেশব্যাপী এ চারা সরবরাহ করবেন। জুলাই বিপ্লব ও তারুণ্য উৎসবকে কেন্দ্র করে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিনা উপকেন্দ্র,কুমিল্লার উদ্যোগে প্রায় ৩০ হাজার বিনালেবু-১ এর গুটি কলম তৈরির কাজ চলছে। বিনা উপকেন্দ্র কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। যা
রোগ প্রতিরোধ ক্ষতমতা বাড়াতে হজম ক্ষমতা উন্নত এবং ওজন কমাতে সাহায্য করে। তিনি আরো বলেন, বিনা উদ্ভাবিত বিনালেবু-১ একটি বীজবিহীন লেবুর জাত। জাতটি সারা বছর ফলন দেয়। ফল ডিম্বাকার, ফলের অগ্রভাগ সূচাঁলো এবং ফল সুগন্ধিযুক্ত। পরিপক্ক অবস্থায় কিছু ফলে ২-৩ টি বীজ থাকতে পারে, অধিকাংশ ফলই বীজ শূন্য থাকে। প্রতিটি ফলের ওজন ৯০-১৫০ গ্রাম। ফলের চারা রোপনের সময় হতে ১০-১১ মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়।

inside post
আরো পড়ুন