দেবিদ্বারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

 প্রতিবেদক।
inside post
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। 
শুক্রবার উপজেলার রাজামেহারে নেতৃবৃন্দ আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের কথা তুলে ধরেন। এসময় তারা সাম্প্রতি সময়ে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,  ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগ।  বাঙালি জাতির স্বতন্ত্র জাতি-রাষ্ট্র ও আত্মপরিচয় প্রতিষ্ঠার সুমহান ঐতিহ্যের প্রতীক। পাকিস্তানি প্রেতাত্মা জামাত ও বিএনপি দেশের প্রতি বিদেশি শক্তির মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলার মাধ্যমে ২০২৪ সালে সরকার গঠন করাই হলো আমাদের অঙ্গিকার’।
 রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগ ও এর  সহযোগী সংগঠনের উদ্যোগে রাজামেহার হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সিকদার (বুলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, ১১নং রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকার, ১৫নং বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ৯নং গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কেএম কামরুজ্জামান মাসুদ, ১২ নং ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলসহ প্রমূখ।
আরো পড়ুন