‘পুষ্টিতে খাঁটি দুধের বিকল্প নেই’

 

inside post

আমোদ প্রতিনিধি।।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নজরুল ইসলাম বলেন, খাঁটি দুধ নিরাপদ খাদ্য। পুষ্টিতে চাই খাঁটি দুধ। দুধ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। শরীরকে চাঙা রাখে, শক্তি বৃদ্ধি করে। তাই শিশুদের বেশি বেশি খাঁটি দুধ খেতে হবে। রোববার বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ের উপজেলার ভবেরমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা, টি-শার্ট বিতরণ ও দুধ পান কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল- পরিবেশ পুষ্টি ও আর্থিক ক্ষমতায়নে টেকসই দুগ্ধ শিল্প। এসময় শতাধিক শিশুর মাঝে তরল দুধ বিতরণ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসরাত জেরিন, জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠানের সমন্বয় করেন আইয়ান-মিহান ডেইরি ফার্ম ও পিওর প্রোটিন সাপ্লাইয়ার্সের স্বত্বাধিকারী, বুড়িচং উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার।

আরো পড়ুন