‘প্রত্যেকের কর্তব্য হচ্ছে শান্তি সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া’

কুমিল্লা আইডিয়াল কলেজ স্কাউট গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক ও রোভার স্কাউট লিডার গোলাম জিলানী। কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুক আলতাফ চৌধুরী বলেন, শান্তিই মানবজাতির সর্বোচ্চ প্রয়োজন, শান্তিই টেকসই উন্নয়ন, অগ্রগতি ও ভ্রাতৃত্বের মূলভিত্তি। শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সৃষ্টি হয় শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ বিকাশের পরিবেশ। তাই জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া স্কাউটিং একটি শিক্ষা সেবামূলক আন্দোলন। এই আন্দোলন শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দেয়।
গোলাম জিলানী বলেন, স্কাউটদের চরিত্রবান, আত্নপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলন ভুমিকা রাখছে। রোভার স্কাউটরা পড়ালেখার পাশাপাশি সেবামূলক কাজে অংশগ্রহন করার সুযোগ পায়। তিনি আরো বলেন তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের হৃদয়ে যদি শান্তির বীজ বপন হয়, তবে আগামী পৃথিবী হবে আরো সুন্দর, নিরাপদ এবং সমৃদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের নবাগত সিনিয়র রোভার মেট মো বাঁধন,রোভার মেট শাদমান সাবাব, সদস্য তাজওয়ার মুসায়াব তাশফিন, মোহাম্মদ ইসমাইল হোছাইন তারেক, সজিবুল হাসান, আজনান সামিউল রাজিন। -প্রেস বিজ্ঞপ্তি।
