ফ্রিল্যান্সিংয়ে স্বনির্ভর কুমিল্লার তরুণরা
মোহাম্মদ শরীফ,
আফসানা, বিথী, ইভা ও অনামিকা। এই চার তরুণী প্রশিক্ষণ নিয়েছেন অনলাইন আয়ে ফ্রিল্যান্সিংয়ের। গত মার্চ মাসে প্রশিক্ষণ শেষে এই চার তরুণী এখন স্বনির্ভর। আয় করছেন ঘরে বসে। তাদের মতো আরো অর্ধশাতাধিক তরুণ-তরুণী কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইন আয়ে স্বপ্ন বুনছেন।
সৈয়দা আফসানা আক্তার প্রশিক্ষণ নিয়েছেন মাশরুম উৎপাদন ও রুপচর্চায়। মাশরুম বেসড হেল্থ বিউটি নামে তার একটি ফেসবুক পাতা আছে।
আফসানা জানান, ‘আমি এখানে প্রশিক্ষণ নিয়ে দারুণ কিছু শিখেছি। প্রশিক্ষণ শেষে ফেসবুকে একটি পেইজ খোলেছি। এখন আমার মোটামুটি আয় হচ্ছে। আশা করি এক বছরের মধ্যে একটি অবস্থানে দাঁড়াতে পারবো।
একই সাথে প্রশিক্ষণ নেওয়া অনামিকা দাস দাস জানান, ‘ এখান থেকে ডিজিটাল মার্কেটিংয়ে এসইউ, এসএইউ, বুক মার্কিং, ফেসবুক মার্কেটিং, ফাইভার একাউন্ট ধারণা শিখেছি। কিভাবে কাজ সংগ্রহ করতে হয়, ক্রেতা আকর্ষণ ও ক্রেতার সামনে পণ্য উপস্থাপনের কৌশল গুলো জেনে নিয়েছি। এই প্রশিক্ষণটি আমরা জীনব মানকে পাল্টে দিয়েছে’।
আরেক প্রশিক্ষণার্থী পাপিয়া আক্তার বিথী জানান, ‘এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি পণ্য সম্পর্কে ধারণা নিয়েছি। ফেসবুকে একটি ফেসবুক পেইজ খোলেছি। সেখানে আমার হাতের তৈরী পণ্য গুলো উপস্থাপণ করছি। এখন ভাল সাড়া পাচ্ছি। আশা করছি সামনের দিন গুলো আরো ভাল কিছু করতে পারবো।
তরুণ শিক্ষার্থীদের জন্য ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন। তরুণদের আগ্রহের কারনে আবার্ েপ্রশিক্ষণ আয়োজনে কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয় আফরিন।
তিনি জানান, ‘আমাদের টার্গেট ছিল যুব সমাজকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা। তারা যেন ভবিষ্যতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে। আমরা আবারো তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবো’।