বরুড়া প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ আহত ১০

 

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনিসহ ১০ জন আহত হন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান সেলিম অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যার পরে ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিমের বাহিনী হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এতে তিনিসহ ১০জন নেতাকর্মী আহত হন। তার মধ্যে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর,নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে।

নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম বলেন, মাহফুজুর রহমান সেলিমের সাথে গ্রামবাসীর টাকার লেনদেন নিয়ে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাটি তার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

বরুড়া থানার ওসি সত্যজিত বড়ুয়া জানান, একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন