বরুড়ায় উঠান বৈঠকে গুুলি,চারজন হাসপাতালে

অফিস রিপোর্টার।।
কুমিল্লার বরুড়া উপজেলায় ইউনিয়ন নির্বাচন নিয়ে উঠান বৈঠক চলাকালীন গুলির ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৫ টায় জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের শরাবতী গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে শরাবতী গ্রামের ফারুক, অলিউল্লাহ, রাব্বি ও আলী হোসেন আহত হন। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

inside post

১ নং আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম মিঠু জানান, শনিবার বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরাবতী এলাকায় উঠান বৈঠক করেন। বেশ কয়েকজন যুবক তার উঠান বৈঠকে হামলা চালায়। তারা এলজি দিয়ে গুলি করে। এ ঘটনায় তার চারজন কর্মী গুলিবিদ্ধ হয়। কারা হামলা করেছে এমন প্রশ্নের জবাবে মিঠু জানান, এরা বখাটে। তবে তিনি হামলাকারীদের নাম বলেননি। এদিকে ইউনিয়ন নির্বাচন নিয়ে তার প্রতিপক্ষ বৈঠকে হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ১ নং আগানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। তবে গুলির ঘটনা তার জানা নেই বলে তিনি জানান।

আরো পড়ুন