বাবাকে কাজ দিয়ে শোকজ পেলেন প্রকৌশলী!

 

প্রতিনিধি।।
বাবার ঠিকাদারি প্রতিষ্ঠানে ৫১ লাখ টাকার কাজ দিয়ে শোকজ পেয়েছেন একজন  প্রকৌশলী। ওই ব্যক্তি কুমিল্লার বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান। ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান নিজেই নিশ্চিত করেন।
অভিযোগ পত্রে লেখা হয়, চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রকৌশলী থাকাকালীন সময়ে তার পিতার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইঞ্জিনিয়ারিং সলিউশন, ইব্রাহিম ও কাফরুল মাধ্যমে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে মোট একান্ন লাখ তিয়াত্তর হাজার ৩৭৩ টাকার কার্যাদেশ প্রদান করেন। যা সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন।
অভিযোগ পত্রে আরও বলা হয়, আপনাকে কেন ‘চাকুরি হতে বরখাস্ত’ করা হবে না অথবা অন্য কোনো উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, তা ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু তিনি ১০ দিনেও তার কোন প্রতিউত্তর দেননি।
এসব অভিযোগের বিষয়ে বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান বলেন, এই কাজ গুলো আমার বাবার প্রতিষ্ঠানেরই করা সত্যি। কিন্তু সেটা আমার বাবা শাহরাস্তি উপজেলার সাবেক ইউএনও হুমায়ুন রশিদ ও উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীর কথায় করেছেন। তারা আমাকে বলেছেন রাজনৈতিক ঝামেলার কারণে তারা এসব কাজ নিজেদের লাইসেন্স দিয়ে করতে পারবেন না। তাই আমাকে বললেন কিছুই হবে না যেন আমি বাবার লাইসেন্স ব্যবহারের সুযোগ দেই। আমার নতুন চাকুরি ছিল। না বুঝে দিয়েছি। এখন বুঝতেছি এটা কত বড় ভুল ছিল।
নোটিশ প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমি নোটিশটি পেয়েছি ১৭ সেপ্টেম্বর। তাই কোন উত্তর দিতে পারিনি। আমি বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি বিভাগকে অবহিত করবো।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, আমি বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন  কর্মকর্তাদের সাথে বিষয়টি আলোচনা করা হবে।
এলজিইডি কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বলেন, যে যেমন করবে সে তার তেমন ফল পাবে। আমরা তার শোকজের বিষয়ে জানিনা। আমাদের জানানো হয়নি। হয়তো তার বরাবর গেছে। একজন সরকারি কর্মকর্তা কিভাবে তার বাবাকে কাজ দেন বুঝিনা। এটা অনিয়ম।