বাবার পরে মেয়ে ভিসি,কুবি উপাচার্যের অভিনন্দন
প্রতিনিধি।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য(ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদেকা হালিম। তার পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬-১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ভিসির দায়িত্ব পালন করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সাদেকা হালিম নিয়োগ পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক শুক্রবার অভিনন্দনের বিষয়টি নিশ্চিত করেন।
কুবি উপাচার্য বলেন, নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আলোকিত হবে। কুবি উপাচার্য তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য
কামনা করেন।
(কুবি ভিসি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন)
উল্লেখ্য-অধ্যাপক সাদেকা হালিমের পৈতৃক নিবাস কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রীপুর গ্রামে। তিনি
রাজধানীর উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।